রংপুরের কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা অডিটরিয়ামে রংপুর জেলা ছাত্র আন্দোলনের শিপন আহম্মেদ হিমুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র আন্দোলনের সদস্য সচিব আশফাক আহম্মেদ জামিল, যুগ্ম মুখপাত্র ইয়াছীর আরাফাত, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, জেলা সদস্য শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্র আন্দোলনের শাহাবুল ইসলাম শাওন।