রংপুরের কাউনিয়া উপজেলায় বিনা লাইসেন্সে ইট ভাটা পরিচালনা করার অপরাধে এমআরবি ইট ভাটার দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লোকমান হোসেন এঁর ভ্রাম্যমাণ আদালত।
জানাগেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিনা লাইসেন্সে ইট ভাটা পরিচালনা করে আসছে এমন খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি লোকমান হোসেন ইট ভাটায় গিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান। পরে এমআরবি ইট ভাটা কর্তৃপক্ষ বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারা দেড় লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ লোকমান হোসেন বলেন, বৈধভাবে যাতে ইট ভাটা পরিচালনা করেন সেজন্য প্রতিটি ভাটায় অভিযান অব্যাহত থাকবে।