মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ শেখ হাসিনা ও ফ্যাসিবাদী দলের নেতাদের সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান কুদালিছড়া-ডুপাবিল খাল খননে অনিয়মের অভিযোগ দায়ের-জেলা প্রশাসক হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন আলুর বাম্পার ফলনের আশায় মুন্সীগঞ্জের কৃষকরা অভিনেত্রী সোহানা সাবা আটক বিদেশি প্রভাব ও রাশিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত টাস্কফোর্স কমাবে যুক্তরাষ্ট্র লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি

সুন্দরগঞ্জে মাদক ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করণে আলোচনা সভা ও সংগীতা অনুষ্ঠান 

জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : 7:55 pm, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করণে সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বামনডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৩১ডিসেম্বর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদের শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও মোঃ শাহাবুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমএ এ গাফফার মোল্লা, রামদেব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল, কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আজিজ,বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর, ইউপি সদস্য মোঃ রানু মিয়া, প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রন্জু, একাডেমিক সুপার ভাইজার আব্দুল হালিমসহ স্থানীয় , সামাজিক এবং রাজনৈতিক সুধীজন উপস্থিত।

এসময় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়নের চিত্র এবং বাল্যবিবাহ, মাদকের কুফল ও উত্তরণের উপায়, কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে অন্তরায়সমূহ তুলে ধরেন। এ সময় তাঁরা বলেন, মাদকদ্রব্য ও বাল্যবিবাহের কুপ্রভাব এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। পরিবারে ও সমাজে নানা নেতিবাচক ঘটনা ঘটছে। ঘটছে অকাল মৃত্যুর ঘটনাও। বিদ্যালয় থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেষে সংগীতা অনুষ্ঠান পরিবেশন করেন আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীগোষ্ঠীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com