বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ১৬ জনকে বদলি কাজিপুরে যমুনা অববাহিকার পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত  ভারি বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল স্থলবন্দর আইন-শৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে বললেন প্রধান উপদেষ্টা ঐতিহ্যের আলোকে শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা  যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে  ইসি তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ সালমান- আনিসুরসহ বন্দিদের যেসব সুবিধা কারাগারে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু  মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

শ্রীলংকাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়স্থানে উঠলো দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 12:02 pm, রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাঁ-হাতি পেসার মার্কো জানসেনের দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকাকে ২৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। লংকানদের বিপক্ষে টেস্টে এটি দ্বিতীয় বড় জয় প্রোটিয়াদের। 

এই জয়ে অস্ট্রেলিয়াকে হঠিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠলো দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ৫ জয়, ৩ হার ও ১ ড্র’তে ৫৯.২৬ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের। ১৩ ম্যাচে ৫৭.৬৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে নেমে গেল অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচে ৬১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। 

দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণে পঞ্চমস্থানে নেমে যেতে হলো শ্রীলংকাকে। ১০ ম্যাচে লংকানদের ৫০ শতাংশ পয়েন্ট আছে। শ্রীলংকার পতনে ১১ ম্যাচে ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো নিউজিল্যান্ড। 

ডারবান টেস্ট জয়ের জন্য ৫১৬ রানের বড় টার্গেটে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১০৩ রান করেছিলো শ্রীলংকা। 

দিনেশ চান্ডিমাল ২৯ ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা শূন্য হাতে চতুর্থ দিনের খেলা শুরু করেন। টেস্ট ক্যারিয়ারের ১৮তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দলীয় ১৯৬ রানে সাজঘরে ফিরেন ধনাঞ্জয়া। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের শিকারের আগে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৯ রান করেন ধনাঞ্জয়া। চান্ডিমালের সাথে ৯৫ রানের জুটি গড়েন লংকান দলনেতা। 

সপ্তম উইকেটে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন চান্ডিমাল। দু’জনের ৭৫ রানের জুটির পর দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পেসার জেরাল্ড কোয়েৎজি। ৩০তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮৩ রানে আউট হন চান্ডিমাল। তার ১৭৪ বলের ইনিংসে ১২টি চার ছিলো। 

চান্ডিমাল ফেরার পর বেশি দূর যেতে পারেনি শ্রীলংকা। ২৮২ রানে অলআউট হয় তারা। ডারবানের এই ভেন্যুতে প্রথম হারের স্বাদ পেল শ্রীলংকা। ৯টি চারে ৪৮ রানে আউট হন মেন্ডিস।  

জানসেন ৭৩ রানে ৪টি উইকেট নেন। প্রথম ইনিংসে ১৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৮৬ রানে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জানসেন। ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে ১০ বা বেশি উইকেট নিলেন তিনি। 

ম্যাচের দুই ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৯১ ও ৫ উইকেটে ৩৬৬ রান করে। প্রথম ইনিংসে শ্রীলংকা ৪২ রানে অলআউট হয়েছিলো। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন রান লংকানদের। 

আগামী ৫ ডিসেম্বর গেবেরার সেন্ট জর্জে’স পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com