অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ।
আজ টুর্নামেন্টের প্রথম ও ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১০৩ রান করেন হাকিম।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন ওপেনার কালাম সিদ্দিকি ও হাকিম।
৫টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে ৬৬ রান করে বিদায় নেন কালাম। তার বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।
তবে এক প্রান্ত আগলে ৪৭তম ওভারে সেঞ্চুরি পূর্ন করে আউট হন তিনি। ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৩ বলে গড়া হাকিমের ১০৩ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় তারা।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমাদজাই। বোলিংয়ে বাংলাদেশের আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নেন।
আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com