সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর কৃতিত্ব  

টি এম কামাল
  • আপডেট সময় : 7:00 pm, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভূথানে আহত ও শহিদের স্মরণে স্মরণসভা উপলক্ষে রচনা প্রতিযোগিতায় খ গ্রুপে অংশ গ্রহন করে জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের তিন কৃতি শিক্ষার্থী। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে খ গ্রুপে রচনা প্রতিযোগিতাতায় প্রথম স্থান অর্জন করেছে মেঘাই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির আঁখি খাতুন, ২য় স্থান অর্জন করেছে তামিম তামান্না, তৃতীয় স্থান অর্জন করেছে আমিনা খাতুন। তারা ৮ম শ্রেণির শিক্ষার্থী। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে স্মরণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, রোজিনা আক্তার, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জামাতের জেলা আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com