সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

সহিংসতা বৈষম্য অবসানে কর্মজীবী নারীদের সাথে সংলাপ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 6:54 pm, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান শীর্ষক-মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরআই) সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিচার্জ সেন্টার (পিপিআরসি) এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার(২৮শে নভেম্বর) স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সেড’ এর পরিচালক পিলিপ গাইন। এতে প্রান্তিক পর্যায়ের চা শ্রমিকদের অধিকার, বেতন-ভাতা, সামাজিক অধিকার ও সুরক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমির মালিকানা,মজুরি বৈষম্য, শ্রমিক শোষন, শ্রম আইন সংস্কার, বিচ্ছিন্ন নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে সহিংসতা এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

সংলাপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মাহবুবুল হাসান, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, চা শ্রমিক নেতা রাম ভোজন কৈরী, নৃপেন পাল, মাখন লাল কর্মকার, পরেশ কালিন্দী, চা শ্রমিক নেত্রী আলোচিত চুনারুঘাট সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার, মৌলভীবাজার জেলা হরিজন ঐক্য পরিষদ নেত্রী বাসন্তী, চা শ্রমিক নেত্রী শ্রীমতি বাউরি, যৌন কর্মী বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা,হিজরা অধিকার কর্মী ইভান আহমেদ কথা, চা নারী শ্রমিক রুপান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ চা শ্রমিক: বাস্তবতা ও চ্যালেঞ্জ’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিক,সমাজকর্মী,এনজিও প্রতিনিধি,হিজরা,হরিজন, চা’শ্রমীকসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংলাপে আলোচকগন নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা অবসানে নানা দিক নিয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সকলের সক্রিয় ভূমিকা ও সচেতন হওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com