মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

আ. লীগ হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে : টুকু

সিরাজগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 7:09 pm, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সব সময় সংখ্যালঘুদের রক্ষা করে। তিনি বলেন, ‘আমাদের নবী (সা.) বলেছেন, তোমরা সংখ্যালঘুদের অত্যাচার করবে না। তারা আমাদের আমানত।
তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।’

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের লোক সারা দেশে ছড়িয়ে গেছে। তারা সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার হরণ করতে পারবে না।
আমাদের যত নির্যাতন করেছে, তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম, আমাদের আর নতুন লোক আসবে না। এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান গণমানুষের দল হিসেবে বিএনপিকে রেখে গেছে।
বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব।’

তিনি আরো বলেন, ‘জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি, হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে চলেছেন।’

জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ।

এ সময় রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com