সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

আশুলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : 5:06 pm, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বুধবার দ্বিতীয় দিনের মতো ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অরোধ করেছে শ্রমিকরা। ৪ বছরের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের লেনী ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ করে। এ সময় ডিইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদেরও ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার সকাল থেকে নবীনগর-কালিয়াকৈর ও চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় সড়কে শ্রমিকরা এসে বিক্ষোভ করেন এবং মহাসড়ক অবরোধ করেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও ঘোষনা দেয়া হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় ৪ বছর আগে ২০২১ সালে বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬ (১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় লেনী ফ্যাশন কর্তৃপক্ষ। বিভিন্ন অজুহাত দেখিয়ে বকেয়া পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে যাচ্ছে তারা। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা। ৪ বছর ধরে তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের কোনো ধরনের পাওনাদি পরিশোধ করা হয়নি। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশনের শ্রমিকরা।

শ্রমিকরা আরও জানান, আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আমরা ডিইপিজেড এর সকল কারকানা বন্ধ করতে বাধ্য হবো। আমাদের নানান প্রতিশ্রুতি দিয়েও বকেয়া নিয়ে সবাই প্রতারণা করছে। কর্তৃপক্ষও এ ব্যাপারে উদাসীন। আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু এসব দাবি মানা হচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো-বেপজা চেয়ারম্যানের অবরোধে উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের নিশ্চয়তা প্রদান করা। কিন্তু তিনি উপস্থিত হয়ে দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পাওনাদি পরিশোধের আশ্বাস দেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা বিষয়টি সমাধানে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com