সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ

আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : 2:34 pm, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
All-focus

কুড়িগ্রামে সাবেক এমপি উমর ফারুখ এর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট সাধারন মানুষের মাঝে বিতরণ করা হয়। ২৭ নভেম্বর সকালে কুড়িগ্রাম বাজারের কাপড় পট্টি এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আলী লিভিয়া,জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, সাবেক জাসাস সাঃ সম্পাদক শামীম রেজা লিটন,জেলা যুব দলের দপ্তর সম্পাদক চান মিয়া,জেলা যুব দলের কোষাধ্যক্ষ জামাল হোসেন, রংপুর পলিটেকনিক কলেজের সাবেক জিএস আব্দুল আজিজ,কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম, জেলা যুব দলের সহ সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা মিজানুর রহমান, কৃষক দলের সদস্য হায়দার আলী,সাহাবুদ্দিন আহমেদ সাবু, সাবেক ছাত্র নেতা রাশেদ হোসেন,মামুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় উমর ফারুখ বলেন,আমি সৃষ্টি লগ্ন হতেই জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। ছাত্র -জনতার গণ-অভ্যুত্থানে সৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দীর্ঘ ১৬বছর অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতায় থেকে নৈরাজ্যে ভরিয়ে দিয়েছে দেশ।তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি ঘোষণা করা হয়েছে। এই ৩১ দফা দাবি আদায়ের মাধ্যমে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com