নবাগত সিরাজগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলায় কর্মরত একমাত্র সামাজিক সংগঠন আরচেস-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে নবাগত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার। মতবিনিময় কালে ইউএনও দেওয়ান আকরামুল হকে আরচেস এর সমৃদ্ধি কর্মসূচি সম্পর্কে অবহিত করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারি পুষ্টিবিদ মোঃ আব্দুর রাজ্জাক।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সহকারী সমন্বয়কারি মোছাঃ সাথী খাতুন, শিক্ষক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি -২ কাজিপুরের পরিচালক আল আমিন বাবু।