গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আফসার আলী সরকার (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ঐ গ্রামের মৃত খেজমত উল্লাহ্ সরকারের ছেলে ও শোভাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফসার আলীর বাড়িতে ২ জন ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক তার মেরামতের কাজ করছিলেন। এ সময় দেখিয়ে দেয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে আফসার আলী সরকার ঘটনাস্থলেই মারা যান।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে থানার এসআই আবু সাঈদ জানান, ইলকট্রিশিয়ানকে বৈদ্যুতিক মেরামতের কাজজ দেখিয়ে দেয়ার সময় শিক্ষক আফসার আলী অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে নিজ বাড়িতেই মারা যান।
ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষক আফসার আলী সরকার মারা যাবার বিষয়টি শুনেছি।
থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।