কুড়িগ্রামে শত্রুতায় ঘাস নাশক বিষ ছিটিয়ে জমির ধান নষ্ট করা হয়েছে। নষ্ট হওয়া ধানের ক্ষতিপূরন দাবি করে অভিযোগ করা হয়। গত বৃহস্পতিবার ভোগডাঙ্গার ঝাপুরভিটায় এ ঘটনা ঘটে। সরেজমিন জানাযায়,দীর্ঘ দিন যাবত ওছমান আলী বাচ্চার ছেলে মোঃ নুর ইসলাম গং এর সাথে মৃত ঝলকু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম গং এর জমির বিরোধ চলে আসছিল। যার ধারাবাহিকতায় ২৪ শতাংশ জমির ধান বিষ ছিটিয়ে একেবারেই নষ্ট করে দেয়া হয়। নুর ইসলাম গং ধান নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছেন মৃত বাচ্চা মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৭০),নজরুল ইসলামের ছেলে সফিকুল(৩৫),নুরনবি(৪০) ও মোস্তাফিজার (৩০)এর বিরুদ্ধে। নুর ইসলাম বলেন,আমরা শ্রমজীবি অভাবি মানুষ অনেক কষ্টে নিজের জমিতে ধান চাষ করেছি। দু-এক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলতাম।ওরা ঘাস মারার বিষ ছিটিয়ে ধান নষ্ট করে দিয়েছে। এখন আমাদের অনাহারে থাকতে হবে।স্থানীয় আব্দুল করিম বলেন,নুর ইসলামরা পাঁচ ভাই, সকলেই শ্রমিকের কাজ করেন।তারা তাদের জমিতে ধান চাষ করেছে। দু-একদিনের মধ্যে ধান কেটে নিতো।তাদের ধানগুলো বিষ ছিটিয়ে নষ্ঠ করায় মরমাহত হয়েছি।অভিযুক্ত নজরুল ইসলাম বলেন,কে বিষ ছিটিয়ে ধান নষ্ট করেছে তা আমার জানা নেই।