সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুল লতিফ নামের এক প্রধান শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা খবর প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুর বারোটায় উপজেলার শিমুলদাইড় বাজার এলাকার মেঘাই -সোনামুখী আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করেন তারা৷
আব্দুল লতিফ উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানববন্ধে এই প্রধান শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট খবরের নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। হাফিজুর রহমান নামের এক শিক্ষার্থী বলে, ‘আমাদের প্রধান শিক্ষক নেশাগ্রস্ত নয়। তার পরিচালনায় আমরা বিদ্যালয়টিতে ভালোভাবে লেখাপড়া করতে পারছি। তাকে নিয়ে প্রচার করা মিথ্যা, বানোয়াট খবরের তীব্র নিন্দা জানাই।’ আমিনা খাতুন নামের আরেক ছাত্রী বলে, ‘আমার স্যারকে নিয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই। স্যারের পরিশ্রমের ফলেই আমাদের বিদ্যালয় আজ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়। তার মধ্যে আমরা কখনও মাদকসেবন বা পাগলামীর লক্ষণ দেখিনি।’
ইমরুল কায়েস নামের এক সহকারি শিক্ষক বলেন, ‘স্যারকে নিয়ে এমন মিথ্যা খবর ছড়ানো ঠিক হয়নি। তিনু মানসিকভাবে সুস্থ। তিনি মাদকসেবনও করেন না। সঠিকভাবেই বিদ্যালয় পরিচালনা করছেন।’
জানা গেছে, সম্প্রতি ‘শিমুলদাইড় বাজার অনলাইন নিউজ’ নামের ফেসবুক গ্রুপে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষক আব্দুল লতিফকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয় আব্দুল লতিফ মাদকাসক্ত। অতিরিক্ত মাদকসেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। ইদানীং মাদকসেবন করে বিভিন্ন জায়গায় পাগলামী করেন। শুধু তাই নয়, ওই প্রধান শিক্ষককে সফল কিডনি ব্যবসায়ী বলেও উল্লেখ করা হয় ফেসবুক পোস্টে।
কাজিপুর উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ‘পারিবারিকভাবে একটি পরিবারের সাথে আমার কোন্দল রয়েছে। সেই কোন্দলের জের ধরেই আমাকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমার ও আমার বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতেই এই অপচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আমাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট খবরের তীব্র নিন্দা জানাই।