ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার গাজা উপত্যকা থেকে এএফপি এ খবর জানায়।
মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা উপত্যকায় বেশ ক’টি ইসরাইলি হামলার পর মঙ্গলবার ভোরে কমপক্ষে ১৪ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।