চীনে একটি গাড়ির চাপায় ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সোমবার ঘটনাটি ঘটলেও পুলিশ তখন শুধু জানায়, এতে কয়েকজন আহত হয়েছে।
দুর্ঘটনাটির ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ মঙ্গলবার জানায়, ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি ‘গুরুতর ও ভয়ংকর হামলা’ হয়েছে এবং এতে নিহতের সংখ্যা ৩৫ জন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৬২ বছর বয়সী চালক, যার পদবি ফ্যান, একটি ছোট এসইউভি গাড়ি নিয়ে গেট দিয়ে জোর করে প্রবেশ করেন এবং স্পোর্টস সেন্টারের অভ্যন্তরীণ সড়কে ব্যায়ামরত লোকজনকে চাপা দেন। পুলিশ তাকে গাড়ির ভেতরে নিজের গলায় ও শরীরের অন্যান্য স্থানে আঘাত করতে দেখে দ্রুত আটক করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ফ্যান বর্তমানে কোমায় আছেন। শরীরে আঘাতের কারণে তিনি জিজ্ঞাসাবাদের জন্য উপযোগী অবস্থায় নেই বলে পুলিশ জানিয়েছে।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন এবং ‘আইনের মাধ্যমে অপরাধীকে শাস্তি দেওয়ার’ আহ্বান জানিয়েছেন বলে সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।
উল্লেখ্য, বেইজিংয়ের বেসামরিক ও সামরিক মহাকাশ খাত প্রদর্শনের জন্য ঝুহাইতে চীনের বৃহত্তম বিমান প্রদর্শনীও অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র : এএফপি