সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

যশোর সংবাদদাতা
  • আপডেট সময় : 1:02 pm, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (২৮) নামে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব -৬। সোমবার রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) শামীম রেজা ও একই এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান (২৪)।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে যুবদল কর্মী পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা পিয়ালকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে অবস্থান নেয়। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় পিয়ালের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় ছাত্রদল নেতা শামীমসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাবের দুটি টিম সোমবার গভীর রাতে খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামি শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে গ্রেফতার করে। গ্রেফতারদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। যার জের ধরে হত্যাকাণ্ড হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এর আগে সোমবার সকালে বেনাপোল সীমান্ত ও মোবারকপুর গ্রাম থেকে আরও দুই আসামিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com