প্রথম সিনেমাতেই ধক বুঝিয়ে দিয়েছিল ‘পুষ্পা’। অতঃপর দ্বিতীয় মরশুমে সিক্যুয়েল নিয়ে যে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। দ্বিতীয় কোভিডকালে যখন প্রেক্ষাগৃহের মালিকরা দর্শকাভাবে ধুঁকছিলেন, তখন এই ছবি প্রায় ৩৭০ কোটির বেশি ব্যবসা করে ভারতীয় সিনেবাজার চাঙ্গা করেছিল। আর এবার ‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তির আগেই ১০০০ কোটির ‘ব্লকবাস্টার’ ব্যবসা হাঁকিয়েছে চন্দন দস্যু। আর এই বিগ বাজেট সিনেমাতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন (Allu Arjun) যে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তাতে তিন-তিনটে বলিউড সিনেমা হয়ে যায়।
নিশ্চয়ই ভাবছেন, ‘পুষ্পা ২’র দৌলতে কত কোটি টাকা ঢুকল আল্লু অর্জুনের পকেটে? শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’ ছবির জন্য নাকি ভারতীয় সিনেদুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সুপারস্টার হয়ে উঠেছেন আল্লু। আর সেই গুঞ্জন যদি সত্যি বলে ধরে নিলে, এই সিনেমায় অভিনয় করার জন্য দক্ষিণী তারকা ৩০০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। যেখানে তাঁর তুলনায় ছবির আরও দুই মুখ্য চরিত্রের পারিশ্রমিক নস্যি! রশ্মিকা মন্দানা এবম ফাহাদ ফসিল ‘পুষ্পা ২’র অন্যতম দুই মুখ্য ভূমিকায়। ছবিতে পুলিশ অফিসার ফাহাদের সঙ্গে সম্মুখ সমরে দেখা যাবে চন্দনদস্যু আল্লুকে। তাঁরা কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন?
সূত্রের খবর, রশ্মিকা ‘পুষ্পা ২’র জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে সিক্যুয়েলে অভিনয় করে ফাহাদ ফসিল পেয়েছেন মোটে ৮ কোটি টাকা। প্রসঙ্গত, আল্লু অর্জুন একাই যে পারিস্রমিক নিয়েছেন এই ছবির জন্য় সেখানে বলিউডের খানসাম্রাজ্যও তাঁর ধারেকাছে নেই। শাহরুখ অবশ্য অন্য পথে হাঁটেন। সিনেমার মোট ব্যবসা এবং লাভের অংশীদারিত্বে থাকেন তিনি। অন্যদিকে সলমন খান পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্ক হাঁকালেও আল্লু অর্জুনের মার্জিন এখনও ছুঁতে পারেননি।