সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

আত্মহত্যা করলেন অভিনেতা নীতিন চৌহান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 12:07 pm, শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে আলোচনায় আসা এই অভিনেতা মাত্র ৩৫ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘আজ (৮ নভেম্বর) সকালেই জানতে পারি।
ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের।
আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’

কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত।
যদি আপনি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতেন তাহলে ভালো হত।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে। তবে সর্বশেষ তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন। পরবর্তী সময় এমটিভি স্প্লিটসভিলা, ক্রাইম পেট্রোলের মতো একাধিক শোয়ে দেখা গিয়েছেন তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com