সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে নিউ মার্কেট এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ বলছে,ভোর রাতে ছিনতাইকারীরা ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যেতে পারে। সকালে মহাসড়কে রক্তাক্ত লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ও বিশমাইল ঢালে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রকাশ্যে সন্ধ্যা হলেই এসব স্পটে ছিনতাই শুরু হয় বলে জানিয়েছেন মহাসড়কে চলচলরত ব্যক্তিরা। #