সাভারে ছাত্র জনতা হত্যা মামলার আসামী যুবলীগ কর্মী ইয়াদুল ও ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সাভারের আমিনবাজার ও ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে সাভার মডেল থানাধীন কলমা গামী রাস্তা থেকে পেশাদার ছিনতাইকারী, নবী হোসেন ও ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন দক্ষিণ নামা বাজার বংশী নদীর ঘাটে ময়লার স্তুপের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ টি টিয়ার গ্যাস সেল ৩৮টি সস উদ্ধার করা হয়েছে। প্রতিটি গ্যাস সেলের গায়ে ইংরেজিতে বাংলাদেশ পুলিশ লেখা আছে।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মিঠু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।