সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও কাজিপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (২৮ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলা পরিষদ হলরুমে এলাকার সকল ইমামদের উপস্থিতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হব্বিবুল্লাহ এর সভাপতিত্বে ও কাজিপুর ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, স্বাগত বক্তব্য এস এম ফেরদৌস আলম প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজিপুর মডেল জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ হাসান আলী ও বিশেষ মোনাজাত করেন পেশ ইমাম মাওলানা আব্দুল গাফফার। #