বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসায় শতাধিক ঔষধি গাছের চারা রোপণ পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ড. ইউনূসের তামিম ফিরছেন বিপিএলের আগেই জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাই : ইশরাক হোসেন বিপ্লবী কারা, জানালেন হাসনাত আব্দুল্লাহ ভাস্কর্য-ম্যুরাল ভাংচুর ও বঙ্গবন্ধুর ছবি অপসারণ কেন, জানালেন উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে

কাজিপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত 

টি এম কামাল :
  • আপডেট সময় : 6:33 pm, সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়  স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, মসজিদের ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় দাতা সংস্থা USAID আর্থিক এর সহায়তায় ও WINROCK International এর কারিগরি সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ফাইট স্লাভেরি এন্ড ট্রাফিকিং ইন পারসন এ্যাকটিভিটি (FSTIP) প্রকল্পের অধীনে কাজিপুর ইউনিয়নে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। 

মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু। বক্তারা, বাল্যবিয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা,  বাল্যপ্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি ও বাল্যবিবাহ নিরোধ আইনের বাস্তবায়ন, করনীয়  সম্পর্কে আলোচনা করেন। 

এছাড়া বাল্যবিবাহের শিকার সারভাইভারদের কাউন্সিলিং সেবা, সেল্টার হোম সহায়তা সম্পর্কে আলোকপাত করেন। এ সময় বক্তারা নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিষ্টার (কাজী) ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন। এছাড়াও বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে ও হ্রাসকরণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়রের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কাজিপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার, মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক টি এম কামাল,  শফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

সভাটি  পরিচালনায় সহায়তা করেন FSTIP প্রকল্প

গণ উন্নয়ন কেন্দ্র (GUK)এর প্রজেক্ট অফিসার মোঃ মুশকুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, নারী নেতৃত্ব  প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন কাজী, মৌলভীদের এক অংশ। # 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com