বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক পথে পঞ্চগড় থেকে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যান পুলিশ প্রধান ময়নুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে আবু সাঈদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের খোঁজ খবর নেন তিনি।
এসময় সমন্বয়ক সারজিস আলম, ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘আমার ভাইকে হত্যা করার এতদিন হলো। এখনো আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’ পুলিশ প্রধান তাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।
পরে পুলিশ প্রধান ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এরপর দুপুর ২টায় জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com