বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসায় শতাধিক ঔষধি গাছের চারা রোপণ পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ড. ইউনূসের তামিম ফিরছেন বিপিএলের আগেই জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাই : ইশরাক হোসেন বিপ্লবী কারা, জানালেন হাসনাত আব্দুল্লাহ ভাস্কর্য-ম্যুরাল ভাংচুর ও বঙ্গবন্ধুর ছবি অপসারণ কেন, জানালেন উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে

সুন্দরগঞ্জে আ’লীগ-জাপার ১শ’ ৩০ নেতাকর্মীর নামে হত্যা মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 7:20 pm, বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

 গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক এক এমপি পত্নীসহ আ’লীগ ও জাপার ১’শ ৩০ নেতাকর্মীর নামে শাহাবুল ইসলাম নামে শিবির নেতা হত্যা মামলা হয়েছে।

 জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির (৩২) বাদী হয়ে আ’লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন পত্নী ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতিকে প্রধান আসামী করে ৭৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। বাদী এসএম শাহজাহান কবির ও তার বড় ভাই মৃত শাহাবুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারী দুপুর ২ টায় বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ শিমুলতলী সপ্রাবি ভোটকেন্দ্র এলাকায় সংঘবদ্ধ আসামীরা ডিসিষ্ট শাহাবুল ইসলাম ও তার সঙ্গীয় অন্যান্যদের মধ্যে মিজানুর রহমানকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারপিট, হুমকী-ধামকী প্রদান করে। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে মিজানুর রহমানকে রংপুরে উত্তরবঙ্গ ক্লিনিকে দীর্ঘ চিকিৎসা করান। ঘটনার দিনক্ষণে ১০ম জাতীয় সংসদ নির্বাচনী ভোটকেন্দ্র মনসমথ শিমুলতলী সপ্রাবি এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ও আ’লীগ সরকার ক্ষমতায় থাকায় এ মামলা করতে বিলম্ব হয়েছে বলে বাদী তার এজাহারে উল্লেখ করেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশাদুল ইসলাম বলেন, বিশেষ কাজে বাইরে থাকায় এখনো মামলাটি হাতে নিতে পারিনি।

 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি, তদন্ত) সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com