মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে যা বললেন জাতিসংঘ প্রতিনিধিদলের প্রধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 7:31 pm, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বাংলাদেশে কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনে তথ্যানুসন্ধানের প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হচ্ছে। তথ্যানুসন্ধান মিশন কীভাবে কাজ করবে, তা নিয়ে আলোচনা করতে বুধবারই ঢাকায় এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সকালে প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দপ্তরে দেখা করেছে।

সেখানে আলোচনার পর প্রতিনিধিদলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, তারা কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারেন, সে বিষয়ে প্রাথমিক ও প্রাক-অনুসন্ধান আলোচনা হয়েছে।

মুঙ্গোভেন বলেন, আমাদের দলটি প্রাক-অনুসন্ধানী একটি ছোট দল। সরকার ও বাংলাদেশের জনগণকে এ ঐতিহাসিক সময়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়ে প্রাথমিক আলোচনা করতে এসেছি।

জাতিসংঘের এ প্রতিনিধিদলটি তদন্ত দল নয় জানিয়ে রোরি মুঙ্গোভেন আরও বলেন, এ সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে, সেটি তদন্ত দল নয়; এটা প্রাক–তথ্যানুসন্ধান দল। আমরা অন্তর্বতী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে আপনাদের অগ্রাধিকার চাহিদা সম্পর্কে জানব এবং হাইকমিশনারের দপ্তর কীভাবে সহায়তা করতে পারে- সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা কবরো। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com