সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার জন্যে ‘প্রস্তুত’।
শিকাগোয় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে মঙ্গলবার ওবামা এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘কমলা হ্যারিসও প্রেসিডেন্ট হওয়ার জন্যে প্রস্তুত। তিনি এমন এক ব্যক্তি যিনি তার পুরো জীবন কাটিয়েছেন সে সব জনগণের জন্যে, যাদের একটি কণ্ঠস্বর প্রয়োজন।’
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেট দলের প্রার্থী। তাকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com