বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

কিছুক্ষণের মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন: আইনমন্ত্রী

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 2:20 pm, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছুক্ষণের মধ্যেই জামায়াত-শিবির ও তাদের সব অঙ্গসংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ৭১ সালের পর যেসব নেতাকর্মী জন্ম নিয়েছে তারা কোন অপরাধ না করলে তারা এই আইনের আওতায় আসবে না।
তিনি বলেন, গত পরশু ১৪ দলের একটি সভা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে।
এটার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।
আইনমন্ত্রী আরো বলেন, ‘যে কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয়ে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে।’
তিনি বলেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ করলো এবং এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে।
এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com