বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

হানাহানি বন্ধ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জায়েদ খানের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 1:22 pm, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে পড়েছিল সারা দেশ। আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয়, তখন শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলতে শুরু করেন শোবিজ অঙ্গনের তারকারাও। গত এক সপ্তাহে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে এই মুহূর্তে আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যে যার মতো প্রতিবাদ জানাচ্ছেন।
তারকাদেরও দেখা যাচ্ছে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে। এবার সেই দলে যোগ দিলেন অভিনেতা জায়েদ খান। একটি ভিডিও বার্তায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন শোক, সেই সঙ্গে ভাল কিছু গড়ার আহ্বান।
নিজের বক্তব্যে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে দেশের সম্পদ ও বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে জায়েদ খান বলেন, ‘এই সম্পদ, এই সুন্দর সুন্দর স্থাপনা ধরে রাখার দায়িত্ব আমাদের। কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা এসব স্থাপনা, এমনকী ময়লার গাড়িও ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে, সেটা কি কাম্য হতে পারে? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম। দেশের প্রতিটি স্থাপনা প্রতিটি সুন্দর জিনিস আমাদের। আমরা সবাই এক।
এই এক স্লোগানকে সামনে রেখেই আমরা ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে।’
নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে জায়েদ খান বলেন, ‘এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে। অনেক মানুষ হাসপাতালে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা।
আমি মর্মাহত। এদের মধ্যে কেউ আমার ভাই, আত্মীয়, প্রিয়জন। প্রতিটি মানুষই বাঙালি। আশা করি এই শোক কাটিয়ে উঠবে হতাহতের পরিবার। সরকার তাদের পরিবারের জন্য সুষ্ঠ ব্যবস্থা করবে। যারা এই মানুষগুলোকে মেরেছেন তাদের বিচারের আওতায় আনা হবে।’
দেশের শান্তি প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানিয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের বাংলাদেশ সুন্দর হবে। আমরা সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। হানাহানি বন্ধ হবে, সন্ত্রাস-আগুন হামলা বন্ধ হবে। ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে ফিরে যাবে। যেকোনো দাবি যৌক্তিকভাবে সমাধান হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো।’
বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন জায়েদ খান। সেখানে থেকেই এই ভিডিও বার্তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com