মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি দীর্ঘ যানজট

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 12:34 pm, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা গোমতী টোলপ্লাজা থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ যানজটে ঢাকাগামী যাত্রাবাহী বাস ও চট্টগ্রামগামী পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক আটকে যাওয়ায় সঠিক সময় বন্দরে পৌঁছতে পারেনি বলে চালকদের অভিযোগ।
দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সূত্রে জানা যায়, আজ ভোররাতে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ডের কাছে চট্টগ্রাম বন্দরে রপ্তানিযোগ্য পণ্যবাহী একটি ট্রাক চাকা ব্রাস্ট হয়ে মহাসড়কের মাঝপথে উল্টে যায়। ফলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর ফলে দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনা উপজেলার কেরনখাল পর্যন্ত ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৬টায় রাস্তা থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল শুরু করে।
চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী ট্রাকের চালক জাকির হোসেন বলেন, ‘এক সপ্তাহ যাবত অচল থাকায় বন্দরের মালামাল নেওয়া গাড়ি বেশি। যানজটের ফলে দুপুরে বন্দরে মালামাল নিয়ে পৌঁছার কথা এখনো গৌরীপুর বাসস্ট্যান্ডে আছি।
কখন পৌঁছতে পারব জানি না।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুর আলম বলেন, ‘একটি পণ্যবাহী ট্রাকে চাকা ব্রাস্ট হয়ে মহাসড়কের মাঝপথে উল্টে যায়। ফলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আলম বলেন, ‘একদিকে সড়ক দুর্ঘটনায়, অন্যদিকে পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। দুপুরের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com