বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

কাজিপুরে মুরগী পেলো সুবিধাবঞ্চিত ৬৫৫ পরিবার

টি এম কামাল :
  • আপডেট সময় : 11:56 am, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

“আত্নকর্মসংস্থান গড়তে মুরগী পালি, দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে চরাঞ্চলের ৮টি ইউনিয়নের ৬৫৫টি পরিবারের মাঝে ৯৮২৫ টি মুরগী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিকল্পনায় উপজেলা পরিষদ মাঠে ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসস্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় প্রতিটি পরিবারের মাঝে সোনালী জাতের ১৫টি করে মুরগী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়। মুরগী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
উপজেলা ভেটেইনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার খালেদুজ্জামান সহ জনপ্রতিনিধিবৃন্দ।
প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান জানান, উক্ত উদ্যোগ গ্রহন করার ফলে বদলে যাবে কর্মহীনদের জীবন মান। ইতিপূর্বে সুফলভোগীদের মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তাদের মাঝে মুরগী রাখার ঘর বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com