মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে কবর থেকে উঠানো হলো কোটা আন্দোলনে নিহত পুলিশ কর্মকর্তার লাশ

মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
  • আপডেট সময় : 10:40 am, বুধবার, ৩১ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতায় ঢাকায় নিহত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ইনস্পেক্টর মাসুদ পারভেজ ভূঁইয়ার লাশ দাফনের ৯ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা মাসুদ পারভেজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামের মৃত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর উপস্থিতিতে কবর থেকে নিহতের লাশ উত্তোলন করা হয়।
নিহতের স্ত্রী মেরিনা আক্তারের বরাতে জানা যায়, গত ১৯ জুলাই মাসুদ পারভেজ ভূঁইয়া ঢাকার খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার বাসা থেকে বের হলে সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা তার স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে তাকে(নিহত) উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই নিজ বাড়িতে তার লাশ দাফন করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যামামলা দায়ের করলে পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব পায়।
আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর মো. আমিনুল ইসলাম জানান, পিবিআইয়ের একটি দল কালান্দর গ্রামে এসে কবর থেকে লাশ উত্তোলন করে। লাশ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com