বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 12:21 pm, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় আজ ৩০ জুলাই মঙ্গলবার থেকে নানা আয়োজনে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
জেলা মৎস্য কর্মকর্তা জি, এম সেলিম জানান, ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। ৩১ জুলাই সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com