রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ শেখ হাসিনা ও ফ্যাসিবাদী দলের নেতাদের সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান কুদালিছড়া-ডুপাবিল খাল খননে অনিয়মের অভিযোগ দায়ের-জেলা প্রশাসক হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন আলুর বাম্পার ফলনের আশায় মুন্সীগঞ্জের কৃষকরা অভিনেত্রী সোহানা সাবা আটক বিদেশি প্রভাব ও রাশিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত টাস্কফোর্স কমাবে যুক্তরাষ্ট্র লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি

রংপুরে কাফনের কাপড় পরে আবু সাঈদকে শ্রদ্ধা

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:31 pm, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদকে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ই জুলাই) দুপুর ১ টার দিকে শহীদ আবু সাঈদ চত্বরে এসে কাফনের কাপড় পরে শ্রদ্ধা জানায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা স্কুল থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা নিহত আবু সাঈদকে গুলি করার জায়গায় এসে জড়ো হন।
এসময় তারা তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা কাফনের কাপড় পরে আবু সাঈদকে শ্রদ্ধা জানান।
এই সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ভাই শহিদ হয়েছে। তাকে যে পুলিশ শহিদ করেছে তার বিচার চাই।
আমাদের একদফা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আমরা শহীদের রক্ত বৃথা যেতে দিবো না।’
এদিকে ‘কমপ্লিট শাটডাউনে’ রংপুরে মর্ডাণ মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে তাজহাট থানা ঘেরাও করেন আন্দোলনকারীরা। পরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা।
এতে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
এর আগে মঙ্গলবার দুপুর ২ টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশের গুলি লেগে আবু সাইদ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com