রাউজানে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাইফুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মরদেহ প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত সাইফুল উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর মইশকরম এলাকার আবদুল হাকিমের ছেলে। সে স্থানীয় একটি মুদির দোকান কর্মচারী। গতকাল সোমবার (৮ জুলাই) রাতে বাড়ির ১০০ ফুট দূরে হালদা নদীর সংযুক্ত একটি খাল থেকে উপুর অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা আবদুল হাকিম বলেন, ‘সাইফুল সোমবার কাজে যায়নি। দুপুর তিনটার পর মাছ ধরতে জাল নিয়ে ঘর থেকে বের হয়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় সবাই তাকে খুঁজতে থাকি। পরে রাত সোয়া ৯টার দিকে প্রতিবেশীরা ঘরের ১০০ ফুট দূরে মইশকরম সংলগ্ন হালদা নদী সংযুক্ত একটি খালে উপুর অবস্থায় সাইফুলের দেহ দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, ‘নিহত সাইফুল সাঁতার জানতো না। সোমবার বিকেল ৩টার পর সে হালদা নদীর স্থানীয় একটি শাখা খালে মাছ ধরতে যায় জাল নিয়ে। এর আগে বাড়ির ছাদে খেলাধুলাও করেছিল।
সাঁতার না জানায় যাওয়ার আগে তাকে তার মা বারং করেছিল। কিন্তু পরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে রাতে তার মরদেহ পাওয়া যায়।’
স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টুটুন মজুমদার বলেন, ‘বিষয়টি আমি অবগত, তবে ঘটনাস্থলে আমি যাইনি। আমি রাতভর থানায় ছিলাম।’