কোটা সংস্কারের দাবিতে উত্তাল রংপুর-ঢাকা-মহাসড়ক।এসময় মহাসড়ক দেড়ঘণ্টা অবরোধ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ঢাকা-রংপুরগামী যানবাহনের যাত্রীরা।
২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রেখে দ্রুত কমিশন গঠনের দাবি জানান তারা।
সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল থেকে মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মর্ডান মোড় দুপুর দেড়টা পযন্ত একঘণ্টা পর্যন্ত অবরোধ করেন শিক্ষাথীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী পদযাত্রা ও সমাবেশ বিক্ষোভে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা হাতে পোস্টার আর মুখে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
স্লোগানে স্লোগানে প্লাকার্ড-পোস্টারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়ার কথা বলেন।
পোস্টারগুলোতে ‘সুযোগের সমতা, সংবিধানের মূল কথা’,‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, নাতি-পুতি বন্ধ করো, মেধা দিয়ে দেশ দিয়ে গড়ো’, এরকম স্লোগান দিয়ে রাজপত মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।
এ সময় সালাম, শাহিন, নাসির বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাই না কোটা সম্পূর্ণ বাতিল হোক, কোটা থাকুক, তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।
প্রসঙ্গত, চার দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন সারাদেশের ন্যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত), সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com