কয়েক দিনের টানা বৃষ্টিতে তিন দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪০ টাকা। ১৬০ টাকার মরিচ বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত নষ্ট হওয়ার কারণে মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ রবিবার (৭ জুলাই) সকালে ফুলবাড়ী বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজিতে আজ রবিবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর তার প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ হিলি দিয়ে ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম বাড়ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
সহিদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী।
তিন দিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলব কি করে?’
ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী উত্তম কুমার বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের ক্ষেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না।
বর্তমান আমরা বিরামপুর, হিলি এবং পাঁচবিবি হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি।’
মরিচ চাষি অমল ও জালাল বলেন, ‘ক্ষেতে মরিচ নষ্ট হওয়ায়, উৎপাদন কমে যাচ্ছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর তাতেই ব্যবসায়িদের ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচা মরিচ খুচরা বিক্রি করতে হচ্ছে ২০০ টাকা কেজিতে।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com