বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

২৪ ঘণ্টায় সিলেটে ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 12:23 pm, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২৯৪ মিলিমিটার। এ ছাড়া ময়মনসিংহে ২১৫, নেত্রকোনায় ২১৫, ফেনীতে ২০৮, খাগড়াছড়িতে ১৯৯, বান্দরবানে ১১৫ নীলফামারীর সৈয়দপুরে ১১২, নোয়াখালীর মাইজদীতে ১০৯, চট্টগ্রামে ১০৭ ও রাঙামাটিতে ১০৫ ও রংপুরে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে খুলনায় ১ মিলিমিটার।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি থাকতে পারে। এ ছাড়া আজ দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আর আগামী বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া বুধ ও বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহওয়া সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত
রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com