বিয়ের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকের বাড়িতেই দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী (১৮)। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে প্রেমিক আব্দুল আহাদ (২২) একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। প্রেমিক আহাদ এর দাবি, তিনি বিয়ের কোনো আশ্বাস দেননি।
সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আব্দুল আহাদ বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী তরুণী।
আব্দুল আহাদ ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। তরুণী পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাসিন্দা এবং একাদশ শ্রেণির ছাত্রী।
কলেজশিক্ষার্থী জানান, প্রায় বছর দেড়েক আগে আহাদের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিভিন্ন সময় তারা নানা স্থানে ঘুরেছেন।
এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।
তরুণী দাবি করেন, সম্প্রতি প্রেমিক আহাদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন তিনি। কিন্তু আহাদ বিয়ে করতে অস্বীকার করছেন। এতে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দু’দিন ধরে অনশন করছেন।
প্রেমিক আহাদ বিয়ে না করলে এ মুখ আর কাউকে দেখাবো না।
প্রেমিক আব্দুল আহাদ বলেন, ‘ও মেয়ে ভালো না। প্রেম করেছি। তাই বলে বিয়ে করতে হবে? আর বিয়ের আশ্বাস আমি তাকে দেইনি।’
আব্দুল আহাদের বাবা আশরাফ আলী বলেন, ছেলে বলছে মেয়ে খারাপ তাই বিয়ে করবে না।
তাহলে আমি কি করবো? বাবারা যে কত অসহায় তা বলে বোঝানো যাবেনা বলে তিনি আক্ষেপ করেন।
এ প্রসঙ্গে মাগুড়া বিনোদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট বলেন, ‘আমি মোবাইল ফোনে ঘটনাটি জেনেছি। তাদের বলেছি পারিবারিকভাবে মীমাংসা করে নিতে।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। মঙ্গলবার ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।