১৪ জুন শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যাবলি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রোববার চলতি বছরে হজযাত্রীদের হজ পারমিট বাতিল এড়াতে প্রয়োজনীয় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার।
মন্ত্রণালয় জানিয়েছে, হজে আসা যাত্রীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যেকোনো ধরনের সংক্রমণ বিস্তার রোধে মেনিনোকোকাল ভ্যাকসিন নিয়েছেন।
মন্ত্রণালয় জানায়, কিছুসংখ্যক ব্যক্তি ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছে। যার ফলে তাদের হজ পারমিটগুলি দুঃখজনকভাবে বাতিল করা হয়েছে।
যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের দ্রুত সময়ের মধ্যে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছে সৌদি।
হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. তৌফিগ বিন ফাওজান আল-রাবিয়াহ জানিয়েছেন, হজ পালনের জন্য ইতোমধ্যেই বিশ্ব থেকে ১.২ মিলিয়নেরও বেশি হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন। চলতি বছরের হজ মৌসুম ১৪ জুন শুরু হবে ইনশাআল্লাহ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com