বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

রাজশাহীতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের উন্নয়নে কর্মশালা

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 6:02 pm, সোমবার, ১০ জুন, ২০২৪

রাজশাহীতে ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উন্নয়ন ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী’র উপ-পরিচালক ডা. আসেম আলী, দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. আইয়ুব হোসাইন।
কর্মশালার শুরুতেই কুরআন তেলাওয়াত করেন, ভালুকগাছি দারুল আরকাম মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মো. নাজমুল হোসাইন।
এতে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম মুজাহিদুল ইসলাম।
কর্মশালায় আলোচনায় অংশ নেন রেশম বোর্ড জামে মসজিদের খতিব ও জামিয়া রহমানিয়া কওমী মাদ্রাসার সহকারী পরিচালক ড. মো. ইমতিয়াজ, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের (সাবেক) উপ-পরিচালক আব্দুর রউফ, দারুস সালাম কওমি মাদ্রাসার সহযোগি অধ্যাপক আব্দুল গণি। এছাড়াও বিভাগের আট জেলার সকল উপ-পরিচালক কর্মশালায় অংশ নেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com