সিরাজগঞ্জের কাজিপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির (ক্লাব ম্যানেজমেন্ট কমিটি) সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।
কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন প্রমুখ।
এছাড়াও ১৩টি ক্লাবের ক্লাব কো-অর্ডিনেটর, ক্লাব কার্যক্রম পরিচালিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও জেন্ডার প্রোমোটাররা বক্তব্য রাখেন। সভায় ক্লাব পরিচালনায় নানা সমস্যা সমাধানে দিক নির্দেশনামূলক বক্তব্য উঠে আসে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com