রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার বিকাল ২টার দিকে গঙ্গাচড়া থানার খলেয়া গঞ্জিপুর চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম।
নিহত শিক্ষার্থীর নাম আজমুদা আক্তার (রুমু)। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রামে।
জানা যায়, নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস এবং রংপুরের পাগলাপীর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা খলেয়া গঞ্জিপুরের চেয়ারম্যান মোড় এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন রুমুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রুমুর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহত জাবি শিক্ষার্থী আজমুদা আক্তারের মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজির আরও দুজন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত মোট পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com