কুড়িগ্রামে ভারি বৃষ্টিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, শনিরাত দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬১ মিলিমিটার।
এদিকে ভারি বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অফিস আদালতে চলাচলকারী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
কুড়িগ্রামের ক্রীড়া সংগঠক আব্দুল মতিন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার রাস্তা ও অফিসের সামনে হাঁটু পানি জমে আছে। রিকশাও চলছেনা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা উদ্যোগ নিয়েছে। স্বল্পতম সময়ে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com