রংপুরে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গংগাচড়া উপজেলার গঞ্জিপুর ভিন্ন জগৎ সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে।
তিনি হলেন দিপা রানী। তিনি কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। আর হতাহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গংগাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জনক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে গংগাচড়ার গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান দীপা রানী।
গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম জানান, দুইজন মারা গেছে।
একজনের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে।