বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

অফিস নিয়ন্ত্রণ করেন প্রধান সহকারিকাউনিয়ায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : 3:45 pm, শনিবার, ৮ জুন, ২০২৪

নিম্মমানের সার্জিকেল সামগ্রী ক্রয়, জুনিয়র কনসালটেন্টদের সাথে অসৌজন্য মূলক আচরণ, অফিসে অনিয়মিত, স্বাস্থ্যকমপ্লেক্্ের অব্যবস্থাপনা, আলট্রাসনোগ্রামের টাকা আত্মসাতের চেষ্টা, বিভিন্ন উপস্বাস্থ্য কমপ্লেক্্ের কাজ না করে সরকারী অর্থ আত্মাসাত, কর্মস্থলে না এসে সরকারি গাড়ি ব্যবহার করে ভূয়া বিল উত্তোলন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে ডাক্তারদের বøাকমেইল করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা ডা: সাদিকাতুল তাহিরিণ এর বিরুদ্ধে।
একজন সেবা গ্রহীতার লিখিত অভিযোগে জানাগেছে, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিকাতুল তাহিরিণ কাউনিয়ায় যোগদানের পর থেকে অফিস করেন সপ্তাহে ২/১দিন। আর অফিসে এসে প্রধান সহকারি শরিফুল ইসলাম শিশিরকে তার চেম্বারে নিয়ে শুরু করেন শলাপরামর্শ। গত মার্চ মাসে স্বাস্থ্য সচিব এর পরিদর্শন উপলক্ষে বিভিন্ন রুম রঙ, লাইটিংসহ বিভিন্ন খরচের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর হতে ৭৫ হাজার টাকা জরুরী বরাদ্দ নিয়ে ঠিকাদারকে পরিশোধ করেন। একই খরচের জন্য ইউএইচএফও এবং প্রধান সহকারির যোগসাজশে ডাক্তার, কর্মচারীদের নিকট চাঁদা উত্তোলন করেন প্রায় ১লক্ষ টাকা। যে টাকা ডা: সাদিকাতুল তাহিরিণ নিজেই আত্মসাত করেন। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্্েরর বিদ্যুৎ, পানির লাইন, ফ্যান মেরামতের জন্য ৫০ হাজার বরাদ্দ নিলেও সেই টাকা খরচ না করে ডা: সাদিকাতুল তাহিরিণ এবং প্রধান সহাকারি সম্পুর্ন টাকা আত্মসাত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ক্যাম্পাসে আবাসিক ভবন গুলোতে চলছে আরেক অনিয়ম, আবাসিক ভবনে ডাক্তার – নার্স থাকার কথা থাকলেও প্রধান সহকারি শরিফুল ইসলাম বহিরাগত লোককে ভাড়া দিয়ে প্রতিমাসে প্রায় ৫০ হাজার টাকা নিজের পকেটে নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিকাতুল তাহিরিণ এর আচরণে অতিষ্ঠ হয়ে গত এপ্রিল মাসে জুনিয়র কনসালটেন্টসহ প্রায় ৬জন ডাক্তার স্বেচ্ছায় বদলী নিয়ে চলে যান। বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ২৭জন ডাক্তারের বিপরীতে খাতা কলমে ১৯ চিকিৎসক থাকলেও ২জন আছেন ডেপুটিশনে, একমাত্র এ্যানেসথেসিয়া আছেন মাতৃত্বকালীন ছুটিতে। বর্তমানে ৫জন জুনিয়র কনসালটেন্ট এবং ১১ জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা চললেও কর্মরত পাঁচ জন জুনিয়র কনসালটেন্ট ডা: সাদিকাতুল তাহিরিণ এর বিভিন্ন অনিয়ম, অসহযোগিতা, স্বেচ্ছাচারীতা এবং অসৌজন্য মূলক আচরণের প্রতিকার চেয়ে গত ৫ জুন বিভাগী পরিচালক (স্বাস্থ্য) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে কনসালটেন্টগন জানিয়েছেন, উদ্বর্তন কর্তপক্ষের নাম ব্যবহার করে চিকিৎসকদের হুমকি প্রদান, প্রধান সহকারি ও ক্যাশিয়ার দ্বারা কনসালটেন্টদের তদারকি করা, পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে অনাধিকার চর্চা করে দাম্পত্য জীবনে কলোহ সৃষ্টি করা, ঠিকাদারের মাধ্যমে নি¤œমানের সার্জারী সামগ্রী ক্রয়ে বাধ্য করা সহ বিভিন্ন অভিযোগ করেন।
গত ৬জুন বেলা ১২টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র গিয়ে দেখা যায়, বহি:বিভাগে একটি কক্ষে প্রচুর রোগীর ভীর। ৯নং কক্ষের ভেতরে রোগী দেখছেন সেকমো এসএম জোহা। তার সামনে কিছু স্যাম্পল ঔষধ হাতে নিয়ে দাড়িয়ে আছেন একজন কোম্পানীর লোক। আর বাহিরে অপেক্ষমান রোগীরা বলেছেন ডাক্তার রোগী না দেখে ঔষধ কোম্পানীর লোকের সাথে ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের এমন অবস্থার বিষয়ে একজন কর্মচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভাই এবিষয়ে কিছু বলা যাবে না। প্রধান সহকারি এগুলো নিয়ন্ত্রণ করেন। আপনাদের কিছু বললে তিনি আমাদের সমস্যা করবেন।
সার্বিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিকাতুল তাহিরিণ এর সরকারি মোবাইলে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ করে বলেন, আমি কাউনিয়ায় যোগদান করার পর থেকে অফিস চলাকালীন ডাক্তারকে বাইরে অযথা ঘুরাফেরা বন্ধ করেছি। আগের সব অসংগতি গুলো দুর করেছি বলে তারা এমন অভিযোগ করেছেন। সঠিক তদন্ত হলে সত্যটা বেড়িয়ে আসবে বলে তিনি বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com