কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলার আয়োজনে সুষ্ঠুধারার মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জানা গেছে, গত ৭ জুন ২০২৪ইং শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেট এর ৩য় তলায় অনুষ্ঠিত মতনিমিয় সভায় সভাপতিত্বে করেন- আয়োজক সংগঠনের জেলা সভাপতি মোঃ মাহবুবুর রশীদ তালুকদার স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সরকার ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ভূরুঙ্গামারী উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী সোহাগ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সাধারণ সম্পাদক মোঃ আমানুর রহমান খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সহ-সভাপতি নব কুমার সরখেল ববি, মোখলেছুর রহমান ভুট্টু, মোঃ আজিজুল হক, আফরোজা বেগম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান মিঠু, রোকনুদ্দৌলা রাসেল, সাংগঠনিক সম্পাদক এটিএম সাহানুর ইসলাম রানা, রাহাত আনোয়ার চৌধুরী, অর্থ হিসাব ও নিরীক্ষা সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, নাসরিন বেগম, মাজেদুল ইসলাম, জাহিদুল হক মানু, আব্দুল হাই ভুট্টু, শরিফুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম মতি সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা পরিবারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে।