৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের মাধবপুরে ৪র্থ বারের মতো ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীক পেয়েছে ৩৮ হাজার ৫২ ভোট।
ভাইস চেয়ারম্যান হিসাবে মো. এরশাদ আলী বই প্রতীক ২৮ হাজার ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ চশমা প্রতীক পেয়ে ২৭ হাজার ৯৬৮ এবং আছমা আক্তার চৌধুরী সেলাই মেশিন নিয়ে ৪৯ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম ফাতেমাতুজ জোহরা রিনা পদ্মফুল পেয়েছেন ১৮ হাজার ২৩০ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৩ কেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টার দিকে ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থকরা বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তাছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম, রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রিয়াংকা পালসহ ঊধ্বর্তন কর্মকর্তারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।