আজরত আলী। বয়স তার ১২৮ বছর। এ বয়সেই নাতিদের সঙ্গে চেয়ারে চড়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি। আর ভোট দিতে পেরে তিনি আনন্দিত বলেও জানিয়েছেন।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা আজরত আলী। নাতিদের সঙ্গে চেয়ারে চড়ে বুধবার (৫জুন) দুপুরের দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন তিনি।
নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন পদপ্রার্থী অংশ নিচ্ছেন। এতে ভোটাধিকার প্রয়োগ করছেন ৭৩ হাজার ১৫১ জন ভোটার।
আজরত আলী জানান, আমার ইচ্ছে ছিল আমার পছন্দের প্রার্থীকে কেন্দ্রে এসে ভোট দেব। আমার নাতিদের সঙ্গে চেয়ারে চড়ে এসে ভোট দিয়ে খুব ভালো লাগল।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com