জয়পুরহাটের কৃষক বুলু মিয়া হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেন বিচারক।
বুধবার (১৫ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইঊনিয়নের দস্তপুর গ্রামের বাচ্চু মিয়া, একই গ্রামের এমরান আলী ওরফে নুহ ও আউসগাড়া গ্রামের বাবু মিয়া।
রায়ের যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) উদয় চন্দ্র সিংহ। আসামি পক্ষে আইনজীবী ছিলেন নন্দকিশোর আগরওয়ালা ও হাসান আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৩ এপ্রিল বুলু মিয়া সন্ধ্যা ৭ টার দিকে একটি বাঁশের লাঠি হাতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে না ফেরায় বুলু মিয়ার স্ত্রী ও ছেলে তাহেরুল তার বাবাকে খোঁজাখুজি করতে থাকেন।
পরে দস্তপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়ির ২০০ গজ দুরে বায়োগ্যাসের ট্যাংকির ভিতর থেকে বুলু মিয়ার গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত বুলু মিয়ার ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন ২০০৫ সালের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।